কলকাতা: মদ ও জুয়ার প্রতিবাদ করে সল্টলেকে আক্রান্ত দম্পতি। প্রতিবাদ করায় স্ত্রীকে বেধড়ক মার, স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।
শনিবার রাত ১০টা নাগাদ সুকান্তনগরের ত্রিনাথ পল্লিতে প্রকাশ্যে মদ্যপান ও জুয়ার আসর চলছিল। স্থানীয় এক মহিলা প্রতিবাদ করলে তাঁর ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। পরনের কাপড়ও ছিঁড়ে দেওয়া হয়। স্ত্রীকে বাঁচাতে এসে আক্রান্ত হন স্বামীও। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা স্থানীয় তৃণমূল কাউন্সিলর প্রবীর সর্দাদের অনুগামী বলে অভিযোগ এলাকাবাসীর।
সল্টলেকে মদ-জুয়ার আসর, প্রতিবাদ করায় আক্রান্ত দম্পতি, স্ত্রীকে মার, বাঁচাতে এসে মাথা ফাটল স্বামীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Mar 2017 10:06 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -