হাত পা বাঁধা স্বামী, কৈখালিতে সিভিক ভলান্টিয়ারের রক্তাক্ত দেহ উদ্ধার
ABP Ananda, Web Desk | 19 May 2018 08:03 AM (IST)
কলকাতা: এয়ারপোর্ট থানার কৈখালিতে এক মহিলা সিভিক ভলান্টিয়ারের রহস্যময়ভাবে মৃত্যু হল। হাত পা বাঁধা অবস্থায় তাঁর স্বামীকে উদ্ধার করেছে পুলিশ। যদিও প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, সন্দেহের বশে স্বামীই খুন করেছেন স্ত্রীকে। মৃতের নাম শম্পা দাস। গতকাল রাতে চিড়িয়া মোড়ে নিজের বাড়িতে সিঁড়ির উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় নিউটাউন থানার এই সিভিক ভলান্টিয়ারের দেহ। বাড়ির উপরের ঘর থেকে তাঁর স্বামী সুপ্রতিমকে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে শম্পাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আরজিকর হাসপাতালে চিকিৎধীন তাঁর স্বামীও। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সুপ্রতিমের দাবি, গতকাল রাত আটটা নাগাদ কয়েকজন বাড়িতে এলে লুঠপাট চালায়, তারাই এই কাণ্ড ঘটিয়েছে। কিন্তু এই দাবি মানতে রাজি নয় পুলিশ, তাদের ধারণা, সন্দেহের বশে সুপ্রতিমই স্ত্রীকে খুন করেছেন।