সল্টলেকের লাবণিতে সাইকেলে ধাক্কা বাসের, আহত ৪ বছরের ছাত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Nov 2017 12:20 PM (IST)
কলকাতা: সল্টলেকের লাবণি আইল্যান্ডে বাসের ধাক্কায় জখম হল ৪ বছরের এক স্কুল ছাত্রী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী বাসে ভাঙচুর করেন। বেলা ১১টা নাগাদ বাবার সাইকেলে করে স্কুল থেকে বাড়ি ফিরছিল খুদে ওই ছাত্রী। তখন নিয়ন্ত্রণ হারিয়ে একটি সরকারি বাস সাইকেলে ধাক্কা মারে। মাথায় চোট পাওয়া মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত বাস চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।