নভেম্বরেই পারদ নামল ১৫ ডিগ্রির নীচে, গত ১০ বছরে তৃতীয়বার, আগামী দুদিন একই থাকবে তাপমাত্রা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Nov 2017 06:21 PM (IST)
কলকাতা: নভেম্বরেই পারদ নামল ১৫ ডিগ্রির নীচে। গত ১০ বছরে এই নিয়ে যা তৃতীয়বার। আগামী ২-১ দিন একই রকম থাকবে তাপমাত্রা। আগামীকাল থেকে কুয়াশার চাদরে মোড়া থাকবে রাজ্যের জেলাগুলি। পূর্বাভাস আবহাওয়া দফতরের। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ভারত থেকে রাজ্যে ঢুকে পড়া ঠাণ্ডা হাওয়ার প্রভাবে নামছে রাজ্যের পারদ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। কলকাতার পাশাপাশি পারদ নেমেছে রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও। আজ শ্রীনিকেতনের তাপমাত্রা ছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে ১১.৮, আসানসোলে ১২.২ ডিগ্রি ও বাঁকুড়ার তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের জলপাইগুড়ির তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বর্ধমান শহরের পারদ নেমেছিল ১৪.৮ ডিগ্রিতে। নভেম্বরের মাঝামাঝি থেকে শীত যেভাবে ঝোড়ো ব্যাটিং শুরু করেছে তা স্থায়ী হবে কতদিন? আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২-১ দিন তাপমাত্রা একই রকম থাকবে। শ্রীলঙ্কার কাছাকাছি ভারত মহাসাগরের উপর তৈরি হচ্ছে একটি ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় রাজ্যের উপর কতটা প্রভাব ফেলে তার উপরেই নির্ভর করবে এ রাজ্যে শীতের ভাগ্য। পাশাপাশি, শুক্রবার থেকে আগামী কয়েকদিন সকালের দিকে কুয়াশার চাদরে মোড়া থাকবে রাজ্যের জেলাগুলি। কলকাতায় হালকা কুয়াশা থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা।