কলকাতা:  গরমে বাড়তে পারে মশাবাহিত রোগের প্রকোপ। আশঙ্কাপ্রকাশ করেছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। পাশাপাশি, ডেঙ্গি-সহ মশাবাহিত রোগ নির্ণয়ে গরমিল রুখতে নয়া উদ্যোগ নিয়েছে পুরসভা।


বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, প্যাথোলজিক্যাল ল্যাব ও চিকিৎসকদের কাছে চিঠি পাঠাতে চলেছে পুরসভা। চিঠিতে নির্দেশ, মশাবাহিত রোগ সনাক্ত করার জন্য রক্ত পরীক্ষার পর ৮ দিন নমুনা রেখে দিতে হবে। পুরসভা মনে করলে, ফের ওই রিপোর্ট পরীক্ষা করবে। ১২০০-র কাছাকাছি চিকিৎসকের কাছেও যাচ্ছে এই চিঠি। চিকিৎসকদের বলা হবে, মশাবাহিত রোগ সনাক্ত করার রক্ত পরীক্ষার ক্ষেত্রে পুরসভার ক্লিনিককেই অগ্রাধিকার দিতে হবে।