আমেরিকাবাসী মহিলাকে অনলাইনে ‘অশালীন মন্তব্য’, নিউটাউনে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী
ABP Ananda, web desk | 15 Mar 2017 12:45 PM (IST)
কলকাতা: আমেরিকাবাসী মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীকে অনলাইনে অশালীন মন্তব্যের অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। ধৃত অবিনাশ চতুর্বেদীও তথ্যপ্রযুক্তি কর্মী। বিহারের বাসিন্দা অবিনাশ কর্মসূত্রে নিউটাউনে ভাড়া থাকেন। মাসকয়েক আগে প্রশিক্ষণ নেওয়ার সময় তাঁর সঙ্গে পরিচয় হয় ওই মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীর। এরপর ওই মহিলা আমেরিকা চলে যান। সম্প্রতি অবিনাশ তাঁকে নিয়ে অনলাইনে অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ। এরপর ইমেলের মাধ্যমে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। গতকাল অভিযুক্তকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ।