মানহানির মামলা অভিষেকের, বাবুল অসম্মানজনক মন্তব্য করতে পারবেন না, নির্দেশ আদালতের
Web Desk, ABP Ananda | 08 Dec 2017 11:26 PM (IST)
কলকাতা: আগামী ৬ জানুয়ারি পর্যন্ত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও অসম্মানজনক মন্তব্য করতে পারবেন না কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। শুক্রবার অভিষেকের দায়ের করা মানহানির মামলার শুনানিতে এমনই নির্দেশ দিল নগর দায়রা আদালত। বিচারপতি অপূর্ব সিংহ রায় আরও বলেছেন, আজ যে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হল, সেটা কেন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বলবত থাকবে না, সেটার কারণ জানানোর জন্য বাবুলকে নোটিস দিতে হবে। ১৪ দিনের মধ্যে বাবুলকে জবাব দিতে হবে। গত ৩০ নভেম্বর আসানসোলে এক সাংবাদিক বৈঠকে যুব তৃণমূল সভাপতি অভিষেকের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন বাবুল। সেই কারণেই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন অভিষেক। তাঁর আইনজীবী সঞ্জয় বসুর বক্তব্য, বাবুল যে অভিযোগ করেছেন, তাতে অভিষেকের ভাবমূর্তি ও সম্মানহানি হয়েছে। সেই কারণেই মানহানির মামলা করা হয়েছে।