চিকিৎসার পরিকাঠামো ও নিরাপত্তার অভাবে সাগর দত্ত মেডিক্যাল কলেজে ইন্টার্নদের বিক্ষোভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Aug 2016 06:49 AM (IST)
কলকাতা: সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সার পরিকাঠামো ও নিরাপত্তার অভাবে ইন্টার্নদের বিক্ষোভ। সেই হাসপাতাল থেকেই চিকিৎসা না পেয়ে ফিরল অসুস্থ শিশুর পরিবার। আগরপাড়ার বাসিন্দা সুনীতা যাদব তাঁর ২ বছরের শিশুর শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় আজ সকালে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেয়, ইন্টার্নদের বিক্ষোভের জেরে শিশুর চিকিৎসা সম্ভব নয়।