ন্যাশনাল মেডিক্যালে ছাত্র চিকিৎসকের রহস্য মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Nov 2017 12:09 PM (IST)
কলকাতা: আইআইএম লখনউয়ে বাঙালি ছাত্রের রহস্যমৃত্যুর পর এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজে এক ডাক্তারি ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হল। আজ সকালে হাসপাতালের ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। মৃত ছাত্রের নাম সোমক চৌধুরী। তিনি পিজিটি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর পকেটে সুইসাইড নোট পাওয়া গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমককে তাঁরা ফোনে কারও সঙ্গে উত্তেজিতভাবে কথা বলতে দেখেন। কীভাবে তাঁর মৃত্যু হল জানতে তদন্তে নেমেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হচ্ছে এনআরএসে।