কলকাতা: ভারতী ঘোষের স্বেচ্ছাবসরের আবেদন মঞ্জুর করল রাজ্য সরকার। এদিন রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, স্বেচ্ছাবসরের জন্য যোগ্য ভারতী ঘোষ। তাই ভারতীর আবেদন মঞ্জুর করা হল। প্রসঙ্গত, ২৫ ডিসেম্বর পঃ মেদিনীপুরের পুলিশ সুপারের পদ থেকে ব্যারাকপুরে থার্ড ব্যাটিলিয়নে রাজ্য সশস্ত্র পুলিশের কমান্ডান্ট পদে বদলি হন ভারতী। এরপরই স্বেচ্ছাবসরের আর্জি জানান ভারতী ঘোষ। স্বেচ্ছাবসরের ইচ্ছেপ্রকাশ করে রাজ্য পুলিশের ডিজি সুরজিত কর পুরকায়স্থর কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। এদিন সেই আবেদন মঞ্জুর করা হল।
প্রসঙ্গত, পক্ষপাতিত্বের অভিযোগ ওঠায়, গত লোকসভা ও বিধানসভা নির্বাচনের সময় তাঁকে পুলিশ সুপারের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু ভোট মিটতেই ফের তাঁকে নিজের পদে বহাল করে রাজ্য সরকার। এহেন ভারতী ঘোষের বদলি এবং তারপরই তাঁর পুলিশের চাকরি ছাড়ার সিদ্ধান্ত ঘিরে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি।
ভারতী ঘোষের স্বেচ্ছাবসরের আবেদন মঞ্জুর রাজ্যের
Web Desk, ABP Ananda
Updated at:
02 Jan 2018 10:14 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -