কলকাতা: অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কী অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হতে চলেছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।
বৃহস্পতিবার আলিপুর আদালতে দেড় ঘণ্টা ধরে গোপন জবানবন্দি দিয়েছেন চার সাক্ষী। পার্টিতে উপস্থিত এই চারজনই বিক্রম ও সনিকা দু'জনেরই বন্ধু। বিক্রমের বিরুদ্ধে ধারা বদলে এই গোপন জবানবন্দি গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন তদন্তকারী অফিসারেরা।
পুলিশ সূত্রে দাবি, বিক্রমের গাড়ির সিডিআর থেকে গতিবেগ সংক্রান্ত তথ্য মিলেছে। দুর্ঘটনার আগের মুহূর্তে ঘণ্টায় ১০৫ কিলোমিটার বেগে ছুটছিল বিক্রমের গাড়ি। গাড়ির ডিভাইস পরীক্ষা করে মিলেছে এই তথ্য। বিক্রমের বিরুদ্ধে নয়া ধারা যোগ করতে কাজে লাগতে পারে এই তথ্যগুলিও।
বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কী অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হতে চলেছে? জল্পনা তুঙ্গে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 May 2017 09:12 AM (IST)
ছবি সৌজন্যে ফেসবুক
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -