স্বাধীনতা দিবসে শহরে হামলা চালাতে পারে আইএস, গোয়েন্দাকে সতর্কবার্তা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Aug 2016 07:25 AM (IST)
কলকাতা: স্বাধীনতা দিবসের দিন শহরে হামলা চালাতে পারে আইএস। এই মর্মে সতর্কবার্তা গোয়েন্দাদের। সতর্ক করা হয়েছে কলকাতা ও রাজ্য পুলিশকে। দিন কয়েক আগে গ্রেফতার হয় আইএস জঙ্গি মুসা। তাকে গ্রেফতারের পর থেকে রাজ্যজুড়ে আইএস মডিউলের সন্ধান পান গোয়েন্দারা। সূত্রের খবর, মুসা গ্রেফতারের পর প্রত্যাঘাত আসতে পারে বলে আশঙ্কা। সে কারণেই স্বাধীনতা দিবসের আগে শহরের শপিং মল, রেল স্টেশন, মেট্রো স্টেশনের মতো জনবহুল এলাকায় কড়া নজরদারি চালানোর সিদ্ধান্ত। খবর সূত্রের।