কলকাতার মাদার হাউসে নাশকতার ছক কষেছিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)! এমনই দাবি জাতীয় তদন্তকারী সংস্থার পেশ করা চার্জশিটে।
এনআইএ-র পেশ করা চার্জশিটের দাবি অনুযায়ী, কয়েকদিন আগে গ্রেফতার হওয়া সন্দেহভাজন আইএস জঙ্গি মহম্মদ মুসা(২৫) কলকাতায় মিশনারি অফ চ্যারিটির হেডকোয়ার্টারে হামলার ছক কষেছিল। তার টার্গেট ছিল ব্রিটিশ, মার্কিন এবং রুশ পর্যটকরা। চার্জশিটের বক্তব্য অনুযায়ী, সিরিয়া ও লিবিয়ায় আইএস ঘাঁটিতে ওই তিন দেশের সামরিক হামলার বদলা নিতেই মাদার হাউসে ওই দেশগুলোর যে সব পর্যটক আসেন, তাঁদের টার্গেট করেছিল আইএস।
উল্লেখ্য, ঢাকার অভিজাত ক্যাফেতে হামলার সঙ্গে যোগ ছিল মুসার। তাকে জিজ্ঞাসাবাদ করছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের আধিকারিকরা এবং বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান। সূত্রের খবর, সেলফোন অ্যাপের মাধ্যমে নাশকতার ছক সাজাত মুসা। এর মাধ্যমেই যোগাযোগ করত বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী আইএস, জামাত ই মুজাহিদিনের সদস্যদের সঙ্গে।
কলকাতার মাদার হাউসে নাশকতার ছক কষেছিল আইএস, চার্জশিটে দাবি এনআইএ-র
Web Desk, ABP Ananda
Updated at:
25 Dec 2016 03:38 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -