কলকাতা: বনহুগলিতে পথ দুর্ঘটনায় মারা গেলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউটের এক অধ্যাপক। মৃতের নাম সি এ মূর্তি, তিনি কম্পিউটার সায়েন্স পড়াতেন।

গতকাল সন্ধেয় ওই অধ্যাপক তাঁর টবিন রোডের ফ্ল্যাটে ফেরার জন্য অটোয় উঠতে গিয়ে পড়ে যান। তখনই ডানলপ থেকে শ্যামবাজারগামী একটি বাস তাঁকে পিষে দেয়। গুরুতর আহত অবস্থায় সি এ মূর্তিকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।