কলকাতা: সেক্টর ফাইভে আইটি কর্মীর রহস্যমৃত্যু। ১৬ তলা থেকে ১১ তলার ব্যালকনিতে পড়ে মৃত্যু। আত্মহত্যা না নেপথ্যে অন্য রহস্য? ১৪ তলায় অফিস থাকা সত্বেও ১৬ তলায় কেন গিয়েছিলেন তিনি? খতিয়ে দেখছে পুলিশ।
বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়ে বলেছিলেন, আর অফিসে যাবেন না। তা সত্বেও বুধবার গিয়েছিলেন, কিন্তু আর ফিরলেন না। সেক্টর ফাইভে তথ্যপ্রযুক্তি কর্মীর অস্বাভাবিক মৃত্যুতে দানা বাঁধছে রহস্য। মৃতের নাম অভিষেক বাউড়ি, বছর ২৩-এর ওই যুবকের বাড়ি, বাগুইআটিতে।
বুধবার সন্ধ্যায় অফিস চত্বরে উদ্ধার হয় তাঁর রক্তাক্ত দেহ। অভিষেকের অফিস ছিল এই বহুতলের ১৪ তলায়। পুলিশ সূত্রে খবর,
বুধবার সন্ধ্যায় ১১ তলার ব্যালকনিতে ভারী কিছু পড়ার শব্দে শুনে ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে অভিষেক।
পরিবারের দাবি, অভিষেকের ফোন থেকেই ফোন করে খবর দেওয়া হয় তাঁদের। ঘণ্টাখানেক পর তাঁরা গিয়ে দেখেন, তখনও পড়ে রয়েছেন অভিষেক। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। পরিবারের অভিযোগ খুন করা হয়েছে অভিষেককে।
পরিবারের আরও দাবি, ২৯ তারিখ অফিস থেকে ফিরে কান্নায় ভেঙে পড়েন অভিষেক।
কীভাবে মৃত্যু হল যুবকের? মুখে কুলুপ সংস্থার।
ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ জানিয়েছে, ১৬ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে যুবকের।
খুন নাকি আত্মহত্যা? কেন অফিসে যেতে চাইছিলেন না অভিষেক? ১৪ তলায় অফিস থাকা সত্বেও ১৬ তলায় কেন গিয়েছিলেন তিনি? উত্তর খুঁজছে নিউটাউন থানার পুলিশ।
সেক্টর ফাইভে ১৬ তলা থেকে ১১ তলার ব্যালকনিতে পড়ে আইটি কর্মীর রহস্যমৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Aug 2017 06:23 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -