কলকাতা: বিদেশে অসুস্থ বোনের চিকিত্সার নাম করে এক তরুণীর থেকে সোয়া দশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে গ্রেফতার তথ্য প্রযুক্তি সংস্থার ইঞ্জিনিয়র সুমিত মুখোপাধ্যায়। তদন্তকারীদের দাবি, একটি ম্যাট্রিমনি সাইটে ওই তরুণীর সঙ্গে অভিযুক্তের আলাপ হয়েছিল। পরে দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তরুণীর অভিযোগ, বিদেশে বোনের চিকিত্সা করানোর নামে সোয়া দশ লক্ষ টাকা হাতিয়ে নেয় সুমিত। টাকা হাতিয়ে নেওয়ার পর থেকে সুমিত মোবাইল ফোন বন্ধ করে দেন বলেও দাবি অভিযোগকারিনীর। এর পরই তরুণীর অভিযোগের ভিত্তিতে খড়দা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেন গোয়েন্দারা।