কলকাতা: শীতে কাঁপছে কলকাতা....। উষ্ণতার খোঁজে তিলোত্তমা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬। রবিবার তা কমে দাঁড়ায় ১০.৬ ডিগ্রিতে। সোমবার তা আরও কমে হয় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবারের তুলনায় এদিন সামান্য বেড়েছে পারদ।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২ দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। কলকাতা বাদে দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই হতে পারে শৈত্যপ্রবাহ। মুর্শিদাবাদ, বীরভূম ও দুই বর্ধমানে ঘন কুয়াশার সম্ভাবনা।
অন্যদিকে, ঠান্ডায় কাঁপছে দিল্লিও ।এদিন রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস।
দিল্লি সহ উত্তর ভারতে সকাল থেকে ছিল ঘন কুয়াশা। যার জেরে এদিনও অব্যাহত রেল দুর্ভোগ।
ডাউন জোধপুর এক্সপ্রেস ১৩ ঘণ্টা দেরিতে চলছে। ১১ ঘণ্টা দেরিতে দৌড়চ্ছে হাওড়ামুখী রাজধানী এক্সপ্রেস ও সরাইঘাট এক্সপ্রেস। দুন এক্সপ্রেস ও অমৃতসর এক্সপ্রেস চলছে ১০ ঘণ্টা দেরিতে। ৮ ঘণ্টা দেরিতে চলছে ডাউন অমৃতসর মেল ও মিথিলা এক্সপ্রেস। ৭ থেকে সাড়ে সাত ঘণ্টা দেরিতে চলছে বিভূতি এক্সপ্রেস, চম্বল এক্সপ্রেস ও হিমগিরি এক্সপ্রেস। ৩ থেকে পৌনে সাত ঘণ্টা দেরিতে চলছে হরিদ্বার-হাওড়া এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, কালকা মেল, মুম্বই মেল ভায়া ইলাহাবাদ, শিয়ালদামুখী রাজধানী এক্সপ্রেস ও অজমেঢ় এক্সপ্রেস।
ডাউন ট্রেন দেরিতে আসায় পরিবর্তিত হয়েছে বেশ কয়েকটি আপ ট্রেনের।
বাতিল করা হয়েছে আপ তুফান এক্সপ্রেস।
কুয়াশার জেরে বিঘ্নিত হয় রাজধানী দিল্লির ট্রেন ও উড়ান পরিষেবাও।