কলকাতা: এইচ-১বি ভিসা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নীতি প্রসঙ্গে এবার উদ্বেগ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা এবং বিদেশে কর্মরত ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের স্বার্থরক্ষা করা কেন্দ্রের কর্তব্য।


এদিন এক ট্যুইট বার্তায় মমতা লিখেছেন, এইচ-১বি ভিসা নিয়ে যা খবর আসছে তা যথেষ্ট উদ্বেগের। আমাদের উচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ও তাদের কর্মীদের পাশে দাঁড়ানো। তাঁদের পূর্ণ সমর্থন করা।


[embed]https://twitter.com/MamataOfficial/status/827018000381259776[/embed]

[embed]https://twitter.com/MamataOfficial/status/827018056094212096[/embed]

তিনি যোগ করেন, ভারতে বিশ্বমানের তথ্যপ্রযুক্তি কর্মী রয়েছেন। তাঁদের মেধার জন্য দেশ গর্বিত। সেইসমস্ত কর্মীদের স্বার্থরক্ষা করা আমাদের কর্তব্য।


সম্প্রতি, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে নতুন ভিসা সংক্রান্ত বিল পেশ করেছে ট্রাম্প প্রশাসন। যেখানে এইচ-১বি ভিসা অধিকারীদের বেতন দ্বিগুণেরও বেশি করার সুপারিশ করা হয়েছে।


খবরে প্রকাশ, মার্কিন প্রেসিডেন্ট শীঘ্রই এই সংক্রান্ত বিলে স্বাক্ষর করতে চলেছেন। ট্রাম্প এই বিলকে শরণার্থী সংস্কারের বৃহত্তর প্রচেষ্টার অঙ্গ হিসেবে উল্লেখ করেছেন।


এইচ-১বি ভিসা নিয়ে নিজেদের উদ্বেগের দিকগুলি অবশ্য মঙ্গলবারই ট্রাম্প প্রশাসনকে জানিয়ে দিয়েছে ভারত।