কলকাতা: কাল থেকে আজ তিথি মেনে সারা দেশে পালিত হল জন্মাষ্টমী। ঘরে ঘরে পূজিত হলেন শ্রীকৃষ্ণ। প্রতিবারের মতো এবারও কৃষ্ণ পুজোয় নিজেদের নিয়োজিত রাখল দমদমের ৩৮/১৫ এমসি গার্ডেন রোডের পোদ্দার বাড়ি।


বিগত অর্ধ শতকের নিয়ম মেনেই আজ মহা অভিষেক হয় গোপালের। হলুদ, ঘি, দুধ, দই, ডাবের জল, গোলাপ জল সহ অষ্টপুষ্প যোগে করা হয় অভিষেক। নূতন পোশাক এবং অলঙ্কারে সাজিয়ে দেওয়া হয় মাধবকে। এরপর ১ হাজার ৮টি তুলসী পত্র অপর্ণ করে ভোগ দেওয়া হয়। সেখানে ছিল ক্ষীর, মালপোয়া, তালের বড়া সহ আরও নানাবিধ পদ।


বিগত দিনগুলোতে এই দিনে গোপালদের বনভোজন করিয়েছেন ইংরাজি সাহিত্যের ছাত্র অভিষেক পোদ্দার। তবে এবার করোনার কারণে সেই অনুষ্ঠানে ছেদ পড়েছে। কিন্তু গোপালের পুজোয় কোনও খামতি রাখেননি তিনি। রাধাষ্টমী, গৌর পূর্ণিমা, ঝুলনের মতো জন্মাষ্টমীতেও মা, বাবাকে সঙ্গে নিয়ে সমস্ত আয়োজন সেরেছেন তিনি।


১৯৭০ সালে এই পরিবারে গোপাল পুজোর শুভারম্ভ করেছিলেন স্বর্গীয় বিশ্বেশ্বর পোদ্দার। সেই থেকে দীর্ঘ ৫০ বছর প্রত্যেক দিন গোপালের ৩ বেলা সেবায় কোনও বিচ্যুতি হয়নি। অভুক্ত থাকেননি পোদ্দার বাড়ির বাল গোপাল।