ফেসবুকে ভুয়ো প্রোফাইল, ছবি ও মোবাইল নম্বর দিয়ে দুই তরুণীর সম্ভ্রমহানি, গ্রেফতার অভিযুক্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Dec 2016 10:52 AM (IST)
কলকাতা: ফেসবুকে ভুয়ো প্রোফাইল খুলে ছবি ও মোবাইল নম্বর দিয়ে দুই তরুণীর সম্ভ্রমহানির চেষ্টার অভিযোগ। বাগুইআটি থেকে গ্রেফতার অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, বাগুইআটির বাসিন্দা ওই তরুণীর সঙ্গে অভিযুক্ত তরুণের পরিচয় ছিল। সেই সম্পর্কে অবনতি হয়। অভিযোগ, সম্প্রতি ওই তরুণী লক্ষ্য করেন, ফেসবুকে তাঁর ও তাঁর বোনের আপত্তিকর ছবি ও মোবাইল নম্বর দিয়ে ৮টি ভুয়ো প্রোফাইল খোলা হয়েছে। এরপরই অশালীন প্রস্তাব দিয়ে ওই তরুণীর কাছে ফোন আসতে শুরু করে বলে অভিযোগ। বাগুইআটি থানা ও বিধাননগর কমিশনারেটের সাইবার অপরাধদমন শাখায় অভিযোগ দায়ের হয়। গতকাল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্তের ল্যাপটপ ও মোবাইল।