মৃত প্রিসাইডিং অফিসারের স্ত্রীকে চাকরি, পরিবারকে ৫ লক্ষ টাকা, নিহত ১৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা রাজ্যের
Web Desk, ABP Ananda | 18 May 2018 09:59 PM (IST)
কলকাতা: উত্তর দিনাজপুরে পঞ্চায়েত নির্বাচনের সময় মৃত প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের স্ত্রীকে চাকরি দিচ্ছে রাজ্য সরকার। আজ এই ঘোষণা করা হয়েছে। রাজকুমারের পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তাও দেওয়া হবে। এছাড়া সদ্যসমাপ্ত নির্বাচনের সময় হিংসায় যে ১৪ জনের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকেও ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। রাহতপুর হাই মাদ্রাসার শিক্ষক রাজকুমার সোমবার অনুষ্ঠিত হওয়া পঞ্চায়েত নির্বাচনের দিন রায়গঞ্জ মহকুমার ইটাহারের একটি বুথে প্রিসাইডিং অফিসার ছিলেন। সেদিন সন্ধেবেলা তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। একদিন পরে রেললাইন থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তাঁর পরিবারের লোকজনের অভিযোগ, অপহরণ করে খুন করা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ট্রেনের চালক রিপোর্ট দিয়েছেন, দুর্ঘটনাতেই রাজকুমারের মৃত্যু হয়েছে।