নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে, রাজ্যে ৩৪০০ কোটি বিনিয়োগ করতে চলেছে জিন্দাল গোষ্ঠী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Oct 2016 08:19 PM (IST)
কলকাতা: রাজ্যে নতুন বিনিয়োগের আশ্বাস। আরও তিন হাজার চারশো কোটি টাকা বিনিয়োগ করবে জিন্দল গোষ্ঠী। মঙ্গলবার নবান্নে, মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক করেন সজ্জন জিন্দল। তারপরই বিনিয়োগের ঘোষণা। মুখ্যমন্ত্রী জানান, জিন্দালরা প্রচুর টাকা বিনিয়োগ করবেন বলে আশ্বাস দিয়েছেন। তাঁর মতে, এটি পুজোর সবচেয়ে বড় উপহার। বাম আমলে, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ইস্পাত কারখানার জন্য চার হাজার একর জমি পেয়েছিল জিন্দল গোষ্ঠী। সেই জমিরই একাংশে সিমেন্ট কারখানা তৈরি করছে তারা। এ দিন নবান্নের বৈঠক শেষে সজ্জন জিন্দল জানান, ওই সিমেন্ট কারখানায় তারা আরও সাতশো কোটি টাকা বিনিয়োগ করবে। এছাড়া, শালবনির জমিতেই দেড় হাজার কোটি টাকা দিয়ে তৈরি করবে রঙের কারখানা। এক হাজার কোটি দিয়ে তৈরি হবে ইস্পাত-পণ্যের কারখানা। ২০০ কোটি টাকা দিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। জিন্দলদের দাবি, এই সব প্রকল্পে তিন থেকে চার হাজার কর্মসংস্থান হবে। জেএসডব্লু স্টিলের চেয়ারম্যান বলেন, সরাসরি নিয়োগ করা হবে দেড় হাজার জনকে। এ ছাড়া, যাঁরা যাঁরা জমি দিয়েছেন, তাঁদের পরিবারের সদস্যদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানো হবে। বিনিয়োগের আশ্বাস দেওয়ার পাশাপাশি সজ্জন জিন্দলের গলায় মমতা সরকারের প্রশংসা। জিন্দলদের ঘোষণা, শালবনির ২৯৮ একর জমিতে এগ্রিকালচারাল ফার্মও তৈরি করা হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখানকার জমি দাতারাই এখানে চাষ করবেন। তৈরি হবে কোঅপারেটিভ। যা লাভ হবে, সেটা পুরোটাই পাবেন চাষিরা।