যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজের ঘটনায় বন্ধুদের বয়ানে অসঙ্গতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Nov 2016 08:39 AM (IST)
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজের ঘটনা এখনও রহস্যে মোড়া। বৃহস্পতিবার দক্ষিণ বন্দর থানার পানিঘাটে নৌকাবিহারে গিয়ে গঙ্গায় তলিয়ে যান রৌনক সাহা নামে কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ওই ছাত্র। রৌনকের চার বন্ধুকে ও নৌকার মাঝিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কিন্তু এখনও স্পষ্ট নয়, কীভাবে জলে পড়ে গেলেন রৌনক। মাঝি এবং বন্ধুদের বক্তব্যে অসঙ্গতি সন্দেহ আরও বাড়িয়েছে।