ব্যক্তিগত মুহূর্তের ছবি তোলায় প্রতিবাদ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মারধরের অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Sep 2016 10:57 AM (IST)
যাদবপুর ও চুঁচুড়া: হুগলির চুঁচুড়ায় বিনোদন পার্কে ব্যক্তিগত মুহূর্তের ছবি তোলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের প্রতিবাদ। তার জেরে অধ্যাপিকা ও ছাত্রীদের মারধরের অভিযোগ পার্কের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। জখম অধ্যাপিকা ও ছাত্রী-সহ ৫। রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রী ও এক অধ্যাপিকা চুঁচুড়ার ওই বিনোদন পার্কে যান। অভিযোগ, সেখানে একটি জয় রাইডে স্নান করার সময় কয়েকজন দর্শক ও পার্কের নিরাপত্তারক্ষীরা তাঁদের ছবি তোলেন। এনিয়ে শুরু হয় বচসা। প্রতিবাদ করায় মহিলা নিরাপত্তারক্ষীরা অধ্যাপিকা ও ছাত্রীদের মাটিতে ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। প্রাণভয়ে কলকাতায় পালিয়ে আসেন অধ্যাপিকা ও ছাত্রীরা। মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের হয়। তবে ছবি তোলার কথা স্বীকার করলেও, মারধরের কথা অস্বীকার করেছে পার্ক কর্তৃপক্ষ।