যাদবপুর ও চুঁচুড়া: হুগলির চুঁচুড়ায় বিনোদন পার্কে ব্যক্তিগত মুহূর্তের ছবি তোলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের প্রতিবাদ। তার জেরে অধ্যাপিকা ও ছাত্রীদের মারধরের অভিযোগ পার্কের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। জখম অধ্যাপিকা ও ছাত্রী-সহ ৫।
রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রী ও এক অধ্যাপিকা চুঁচুড়ার ওই বিনোদন পার্কে যান। অভিযোগ, সেখানে একটি জয় রাইডে স্নান করার সময় কয়েকজন দর্শক ও পার্কের নিরাপত্তারক্ষীরা তাঁদের ছবি তোলেন। এনিয়ে শুরু হয় বচসা।
প্রতিবাদ করায় মহিলা নিরাপত্তারক্ষীরা অধ্যাপিকা ও ছাত্রীদের মাটিতে ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। প্রাণভয়ে কলকাতায় পালিয়ে আসেন অধ্যাপিকা ও ছাত্রীরা। মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের হয়। তবে ছবি তোলার কথা স্বীকার করলেও, মারধরের কথা অস্বীকার করেছে পার্ক কর্তৃপক্ষ।
ব্যক্তিগত মুহূর্তের ছবি তোলায় প্রতিবাদ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মারধরের অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Sep 2016 10:57 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -