যাদবপুর: প্রবেশিকা প্রত্যাহারের প্রতিবাদে যাদবপুরে পড়ুয়াদের বিক্ষোভ অব্যাহত। গতকাল থেকে রাতভর ঘেরাও রয়েছেন উপাচার্য সুরঞ্জন দাস।

গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বৈঠকে বসে কর্মসমিতি। সূত্রের খবর, সেখানে ৬ জন বিভাগীয় প্রধান প্রবেশিকার পক্ষে সওয়াল করেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠই প্রবেশিকা প্রত্যাহার করে নেওয়ার পক্ষে মত দেন। ফলে প্রবেশিকা তুলে দেওয়ার সিদ্ধান্তই গৃহীত হয়।

এরপরই প্রবেশিকা বন্ধের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। ঘেরাও করা হয় উপাচার্য সুরঞ্জন দাসকে।