অবশেষে উদ্ধার কাবুলে অপহৃত কলকাতার জুডিথ, আজ সন্ধেয় ফিরছেন দেশে
ABP Ananda, web desk | 23 Jul 2016 02:20 AM (IST)
কলকাতা: প্রায় ৬ সপ্তাহ পর খোঁজ মিলল আফগানিস্তানে অপহৃত জুডিথ ডিসুজার। জুডিথকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ট্যুইটারে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এই সপ্তাহেই জুডিথের ভারতে ফেরার সম্ভাবনা। কলকাতার বাসিন্দা জুডিথ ডিসুজা আফগানিস্তানে আগা খান ফাউন্ডেশনে কর্মরত ছিলেন। ৯ জুন কাবুলে সন্দেহভাজন জঙ্গিরা তাঁকে অপহরণ করে। গতকালই দিল্লিতে সুষমা স্বরাজের সঙ্গে দেখা করে জুডিথকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার আবেদন জানান জুডিথের ভাই জেরম ডিসুজা। পরিবারের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও চিঠি লিখে আবেদন জানানো হয়।