কলকাতা:কৈখালিতে মহিলা সিভিক ভলান্টিয়ার শম্পা দাসের খুনের ঘটনায় গ্রেফতার স্বামী সুপ্রতিম ও শাশুড়ি মীরা দাস। শম্পাকে স্বামী ও শাশুড়ি মিলেই খুনের ছক কষেন বলে দাবি পুলিশের।

 

ধৃত সুপ্রতিমের দাবি, তাঁর ও তাঁর মায়ের উপর দীর্ঘদিন ধরে অত্যাচার চালাতেন শম্পা। নিজের নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্যও শম্পা চাপ দিতেন। সেই কারণেই সুপারি কিলার নিয়োগ করে স্ত্রীকে খুনের পরিকল্পনা বলে দাবি মৃত সিভিক ভলান্টিয়ারের স্বামীর। খুনের পর গত ২ দিন ধরে পরিচারিকা ও স্বামীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে নিউটাউন থানার পুলিশ। শেষপর্যন্ত সুপ্রতিম স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছেন বলে দাবি তদন্তকারীদের।

পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন বাড়িতে এসে মাংস রান্নার কথা বলে শম্পাকে তাড়াতাড়ি অফিস থেকে ফিরতে বলেন সুপ্রতিম। শম্পা বাড়িতে ঢোকামাত্র তাঁকে আক্রমণ করে সুপারি কিলাররা। সুপ্রতিম এবং তাঁর মা মীরা গোটা পরিকল্পনা করেন বলে তদন্তকারীদের দাবি।