কলকাতা: ১ জুলাই থেকে খুলছে কালীঘাট মন্দির। মন্দির খোলা থাকবে সকাল ৬টা-বেলা ১২টা পর্যন্ত। এরপর বন্ধ থাকার পর আবার মন্দির খোলা থাকবে বিকেল ৪টা-সন্ধে ৭টা পর্যন্ত। একসঙ্গে মন্দিরে ঢুকতে পারবেন ১০ জন। ২ নম্বর গেট দিয়ে প্রবেশ, বেরোতে হবে ৪ নম্বর গেট দিয়ে। আপাতত বন্ধ থাকছে মন্দিরের গর্ভগৃহ।
কয়েকদিন আগেই খুলে গিয়েছে দক্ষিণেশ্বর মন্দির ও বেলুড় মঠ। দীর্ঘ তিনমাস পর খুলছে তারাপীঠ মন্দির। রথযাত্রার দিন খুলছে মন্দিরের দরজা। তবে গর্ভগৃহে ঢুকতে পারবেন না পুণ্যার্থীরা, বাইরে থেকে দর্শন করতে হবে বিগ্রহকে। সামাজিক দূরত্ব-বিধি মেনে লাইন দিতে হবে। সতকর্তামূলক ব্যবস্থা হিসেবে মন্দির চত্বরে বসানো হয়েছে তিনটি স্যানিটাইজেশন টানেল। তার মধ্যে দিয়েই ঢুকতে হবে দর্শনার্থীদের। করোনা আবহে এবার তারাপীঠে রথযাত্রাও স্থগিত রাখা হয়েছে। এরই মধ্যে কালীঘাট মন্দিরও ভক্তদের জন্য খুলে যাচ্ছে।
১ জুলাই থেকে খুলছে কালীঘাট মন্দির, তবে বন্ধ থাকছে গর্ভগৃহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jun 2020 09:59 PM (IST)
একসঙ্গে মন্দিরে ঢুকতে পারবেন ১০ জন।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -