কল্পতরু উত্সবে কাশীপুর উদ্যানবাটী, দক্ষিণেশ্বরে ভক্ত সমাগম
ABP Ananda, web desk | 01 Jan 2017 12:20 PM (IST)
কলকাতা:বছরের প্রথম দিন মহাসমারোহে পালিত কল্পতরু উৎসব। কল্পতরু৷ যা ভক্তের মনস্কামনা পূর্ণ করে৷ ১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷ কাশীপুর উদ্যানবাটীতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন- ‘চৈতন্য হোক’৷ এরপর থেকেই প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উত্সব হিসেবে৷ প্রতিবারের মতো এবারও শ্রদ্ধায়, ভক্তিতে, পূজানুষ্ঠানে কল্পতরু উত্সব ঘিরে আনন্দমমুখর কাশীপুর উদ্যানবাটী। মঙ্গলারতির মধ্যে দিয়ে কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উত্সবের সূচনা হয়। মঙ্গলপ্রার্থনায় সামিল হন অসংখ্য ভক্ত। ভবতারিণীর পুজো ও আরতির মধ্যে দিয়ে দক্ষিণেশ্বরে শুরু হয় কল্পতরু উত্সব। নতুন বছরের প্রথম দিন লম্বা লাইনে দাঁড়িয়ে পুজো দেন ভক্তরা। উৎসব উপলক্ষ্যে এদিন দক্ষিণেশ্বরে ছিল কড়া নিরাপত্তার ঘেরাটোপ। কল্পতরু উৎসব উপলক্ষ্যে কামারপুকুরেও ঢল নামে ভক্তদের। মঙ্গলারতির সঙ্গে প্রভাত ফেরি করেন ভক্তরা।