কলকাতা: রথযাত্রার দিনই শোভাবাজার রাজবাড়িতে হল দেবীপূজার সূচনা। পুজো হল এক টুকরো গরান কাঠের। এই কাঠ থেকে তৈরি হবে দূর্গা মূর্তি।

পাশাপাশি নিয়ম মেনে হল রথযাত্রার অনুষ্ঠান। পরিবারের সদস্যরা সকলে মিলে টান দিলেন রথের রশিতে। পাশাপাশি উত্তর কলকাতার শিবকৃষ্ণ দাঁয়ের বাড়িতেও আজ দুর্গোৎসবের সূচনা হল। রথের রশিতে টান পড়ার পাশাপাশি রীতি মেনে কাঠামোকে পুজো করা হল দেবী রূপে। এই কাঠামোতেই তৈরি হবে দেবীমূর্তি।