কলকাতা: অবশেষে গাড়ির বাজার ধরতে এসে গেল কিয়া সেল্টোস। কম্প্যাক্ট এসইউভি বিভাগের বাদশা হুন্ডাই ক্রেটা-র সঙ্গে এর লড়াই জমবে। সেল্টোস কমপ্যাক্ট এসইউভি-র দাম ৯.৬৯ লাখ থেকে ১৫.৯৯ লাখ টাকার মধ্যে ঘুরবে। ৮টি ভিন্ন চেহারায় ও ৬টি পাওয়ারট্রেনের সুবিধে রয়েছে এই গাড়িতে। দেখে নিন সেল্টোসের দাম টেক লাইন
Variant Petrol Diesel
  HTE   Rs 9.69 lakh Rs 9.99 lakh
  HTK   Rs 9.99 lakh Rs 11.19 lakh
  HTK+   Rs 11.19 lakh Rs 12.19 lakh/ Rs 13.19 lakh (AT)
HTX  
Rs 2.79 lakh/ Rs 13.79 lakh (CVT)           Rs 13.79 lakh
 
HTX+   Rs 14.99 lakh/ Rs 15.99 lakh (AT)
জিটি লাইন
  Variant   Price
  GTK   Rs 13.49 lakh
  GTX   Rs 14.99 lakh/ Rs 15.99 lakh (DCT)
  GTX+   Rs 15.99 lakh
  টেক লাইন পাওয়া যাবে দেড় লিটার পেট্রোল আর ডিজেল ইঞ্জিন সহযোগে। জিটি লাইনে আপাতত শুধু মিলবে ১.৪ লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন। সমস্ত ইঞ্জিন বিএস৬ যুক্ত। এবার দেখে নেওয়া যাক ইঞ্জিনের বৈশিষ্ট্য
Engine     1.4-litre turbo-petrol   1.5-litre petrol   1.5-litre diesel
  Transmission Options     6-speed MT/ 7-speed DCT (dual-clutch transmission)   6-speed MT/ CVT     6-speed MT/ 6-speed AT
  Power   140PS   115PS     115PS
  Torque   242Nm   144Nm     250Nm
  Claimed Fuel Efficiency   16.1kmpl/ 16.5kmpl   16.5kmpl/ 16.8kmpl     21kmpl/ 18kmpl
  সেল্টোসে ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম থাকছে, থাকছে সেগমেন্ট ফার্স্ট ৮ ইঞ্চি হেড আপ ডিসপ্লে। রয়েছে ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, স্মার্ট এয়ার পিউরিফায়ার সিস্টেম, স্বয়ংক্রিয় ক্লাইমেট কন্ট্রোল, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ব্লাইন্ড ভিউ মনিটর, ৭ ইঞ্চি রঙিন মাল্টি ইনফো ডিসপ্লে। এছাড়া রয়েছে এলইডি হেডল্যাম্প, ডিআরএল ও ফ্রন্ট ফগ ল্যাম্প। দেখে নিন কিয়া সেল্টোস এসইউভি-র মাপজোক
Length   4315mm
  Width   1800mm
  Height   1620mm
  Wheelbase   2610mm
  Boot Space   433 litres
কিয়া আপনাকে দিচ্ছে ৩ বছরের জন্য যত খুশি কিলোমিটারের ওয়্যারান্টি ও সেল্টোসের মান অনুযায়ী রোডসাইড অ্যাসিস্ট্যান্স। ৫ বছর পর্যন্ত এই সুবিধে মিলতে পারে। যদি আপনি ইতিমধ্যেই সেল্টোস বুক করে থাকেন বা বুক করার পরিকল্পনা করেন, তবে আপনার বাড়িতেও সরাসরি ডেলিভারি হতে পারে পছন্দের গাড়িটি।  তবে ইতিমধ্যেই ৩২,০০০-এর বেশি বুকিং সম্পূর্ণ, ফলে ডেলিভারি পেতে একটু দেরি হতে পারে।