প্লাস্টিক কাপ বর্জন করুন, পুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকরা দেরিতে এলে বরদাস্ত নয়, ডেঙ্গি মোকাবিলায় কড়া পুরসভা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Aug 2016 03:59 PM (IST)
কলকাতা: একদিকে স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা চিকিৎসক ও কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা। অন্যদিকে সাধারণ মানুষকে ‘প্লাস্টিকের কাপ’ ব্যবহার না আবেদন। মারণ ডেঙ্গি মোকাবিলায় মঙ্গলবার এরকমই মরিয়া চেহারা দেখা গেল কলকাতা পুরসভার। কলকাতা পুরসভা মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ বলেন, সব কাউন্সিলরকে চিঠি পাঠাচ্ছি। ৩ মাস যাতে প্লাস্টিকের কাপ ব্যবহার না করা হয়। এদিন ১০ নম্বর বরো এলাকার ‘ওয়ার্ড হেলথ ক্লিনিক’গুলি পরিদর্শনে বেরোন স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ। নিউ আলিপুরের এই ক্লিনিকে ঢুকে তিনি দেখেন, তখনও ২ চিকিৎসক আসেননি। সময়ে হাজির না হওয়ায় টালিগঞ্জের এই ক্লিনিকের এক চিকিৎসককে ফোনে ধমক দেন মেয়র পারিষদ। দেরিতে আসায়, নেতাজিনগরের এই পুর-স্বাস্থ্যকেন্দ্রেও কড়া কথা শুনতে হয় এক চিকিৎসককে। ডেঙ্গি মোকাবিলার ক্ষেত্রে গা ছাড়া মনোভাব যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, তা এদিন বুঝিয়ে দিয়েছে পুরসভা। অতীন ঘোষ বলেন, সেখানে যে চিকিৎসকরা সময়মতো আসছেন না, তাঁদের শোকজ করা হবে বলে জানিয়েছেন মেয়র পারিষদ স্বাস্থ্য। পুর আধিকারিকদের নিয়ে এদিন শ্রী কলোনি এলাকাতেও যান অতীন ঘোষ। জঞ্জাল বিভাগের মেয়র পারিষদ দেবব্রত মজুমদার আবার, এই ওয়ার্ডেরই কাউন্সিলর! দেবব্রত বলেন, অতীন দা বলেছে, আমরা দেখছি কাপ ব্যবহার বন্ধ করার ব্যাপারটা। ৯৯ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে এলে, রোগীদের দোতলায় উঠতে হয়। এ কথা শোনার পরই এই ওয়ার্ডের প্রাক্তন দলীয় কাউন্সিলর তথা বর্তমানে ৯৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়কে ফোন করে, কৈফিয়ত চান মেয়র পারিষদ স্বাস্থ্য। জানতে চান কেন স্বাস্থ্যকেন্দ্রটি ভবনের দোতলায় স্থানান্তর করা হয়েছিল। এরপর ৯৯ নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলরের সঙ্গে আলোচনার ভিত্তিতে, সেটি একতলায় নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। ২ অক্টোবর পর্যন্ত, ডেঙ্গি সনাক্তকরণ ক্যাম্প, হেলথ ক্লিনিক এবং মশা মারার টিমের সদস্যদের ছুটি বাতিল করেছে কলকাতা পুরসভা।