কলকাতা: তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সংসারেও টানাপোড়েন তুঙ্গে। স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। আবার কিছুদিন আগে বেহালার পর্ণশ্রী থানায় স্ত্রী সহ চারজনের বিরুদ্ধে আরও একটি অভিযোগও দায়ের করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। সেই মামলায় সোমবার আগাম জামিন পেয়েছেন মেয়র-পত্নী সহ চারজন। মেয়র এখন আর আগের মতো বেহালার বাড়িতে থাকেন না। থাকেন গোলপার্কের আবাসনে।
কিন্তু, মেয়রের দাবি, বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পেরেছেন, তাঁর স্ত্রী নাকি এই ফ্ল্যাটও দখলের চেষ্টা করছেন। রবীন্দ্রসরোবর থানায় এই মর্মে অভিযোগ জানিয়ে নিরাপত্তার দাবি করেছেন তিনি। শোভনের দাবি, তিনি বিপন্ন বোধ করছেন।
মেয়রের স্ত্রী অবশ্য এই অভিযোগ মানতে নারাজ।
স্ত্রীর দাবির প্রেক্ষিতে শোভন চট্টোপাধ্যায় আবার সাফ জানিয়েছেন, তিনি আইনি অধিকার নিয়েই এই ফ্ল্যাটে রয়েছেন।
পুলিশ জানিয়েছে, মেয়রের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে।
কিছুদিন আগে বেহালার পর্ণশ্রী থানায় স্ত্রী সহ চারজনের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করেন শোভন চট্টোপাধ্যায়। সেই মামলায় সোমবার আগাম জামিন পেয়ে গিয়েছেন মেয়র-পত্নী সহ চারজনই।