এতদিন পর্যন্ত পুরসভার কমপ্লিশন সার্টিফিকেট ছাড়া বাড়ি বা আবাসনে জল এবং নিকাশি সংযোগ মিলত না।
কী এই কমপ্লিশন সার্টিফিকেট? কোনও বাড়ি বা আবাসন তৈরি করতে গেলে পুরসভার বিল্ডিং বিভাগকে দিয়ে প্ল্যান পাস করাতে হয়। নির্মাণ শেষ হলে, পুরসভার ইঞ্জিনিয়ার এবং লাইসেন্সড বিল্ডিং সার্ভেয়াররা পরীক্ষা করে দেখেন যে, প্ল্যান অনুযায়ী বাড়ি তৈরি হয়েছে কি না। এরপর যে সার্টিফিকেট দেয় পুরসভা তাকে বলা হয় কমপ্লিশন সার্টিফিকেট বা সিসি।
এতদিন পর্যন্ত সিসি পাওয়ার পরই, জল সংযোগ এবং নিকাশি সংযোগ দিত পুরসভা। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, সিসি না পাওয়া সত্ত্বেও, শহরে বেআইনিভাবে গভীর নলকূপ খুঁড়ে বা বেআইনিভাবে জলের সংযোগ নিয়ে কাজ চলে। পুরসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ৫ তলা বাড়ি বা আবাসনের ক্ষেত্রে সিসি যদি নাও থাকে, ঠিকঠাক কর জমা দেওয়া থাকলে, আবেদনের ভিত্তিতে সেই বাড়ি বা আবাসনে জলের সংযোগ দেবে পুরসভা।
তবে সিসি না থাকলে, নিকাশি সংযোগ দেওয়ার ক্ষেত্রে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি পুরসভা। বিরোধীদের দাবি, বাড়িতে জল ঢোকানোর রাস্তা খুলে দিলেও, বের করার কোনও রাস্তা রাখছে না পুরসভা। এর জেরে দুর্নীতি বাড়বে বলেই দাবি বিরোধীদের।
তাহলে কেন এই সিদ্ধান্ত নিল পুরসভা?
তাদের বক্তব্য, অনেক ক্ষেত্রেই দেখা যায়, বেআইনি নির্মাণের ক্ষেত্রে প্রোমোটার বাড়ি তৈরি করে, টাকা নিয়ে চলে যায়। কিন্তু, পুরসভা থেকে কমপ্লিশন সার্টিফিকেট না নেওয়ায় মাসুল গুণতে হয় ক্রেতাদের। উল্টে, বেআইনিভাবে জলসংযোগ নেওয়া বা গভীর নলকূপ খোঁড়ার প্রবণতা বাড়ে। পুরসভার দাবি, জলকষ্ট দূর করার পাশাপাশি এই প্রবণতা দূর করতেই সিসি ছাড়াই জলসংযোগের সিদ্ধান্ত।