'নাম ভাঁড়িয়ে বিদেশ যাত্রা', কলকাতা বিমানবন্দরে গ্রেফতার মায়ানমারের ২ মহিলা, সন্দেহ রোহিঙ্গা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Mar 2020 11:18 AM (IST)
এঁরা উত্তর ২৪ পরগনার হাবড়ার ফুলতলার ঠিকানায় নাম ভাঁড়িয়ে থাকতেন। তৈরি করেছিলেন নকল পাসপোর্টও।
কলকাতা: নাম ভাঁড়িয়ে বিদেশ যাত্রার সময়, কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন মায়ানমারের বাসিন্দা দুই মহিলা। রোহিঙ্গা বলে অনুমান পুলিশের। সোমবার গভীর রাতে কলকাতা থেকে থাই এয়ারওয়েজের বিমানে ব্যাঙ্কক যাওয়ার কথা ছিল ওই দুই মহিলা যাত্রীর। অভিবাসন দফতরের কর্মীদের সন্দেহ হওয়ায় তাঁরা দুজনকে আটক করেন। এঁরা উত্তর ২৪ পরগনার হাবড়ার ফুলতলার ঠিকানায় নাম ভাঁড়িয়ে থাকতেন। তৈরি করেছিলেন নকল পাসপোর্টও। পরে দুই মহিলাকে গ্রেফতার করে এনএসসিবিআই থানার পুলিশ।