ফের মেট্রো-বিভ্রাট, রেক থেকে ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা
ABP Ananda, web desk | 25 Sep 2016 02:00 PM (IST)
কলকাতা: ফের মেট্রো বিভ্রাট। আজ সকাল সাড়ে দশটা নাগাদ মহত্মা গাঁধী রোড স্টেশনে পৌঁছনোর পর কবি সুভাষ গামী রেক থেকে ধোঁয়া বেরোতে দেখায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রেক থেকে নেমে আসেন চালক। মিনিট দশেক আটকে থাকার পর আবার রওনা দেয় মেট্রো। ধোঁয়া বেরনোর কারণ খতিয়ে দেখা হচ্ছে।