শনিবারও সকাল থেকে একইসঙ্গে কুয়াশার দাপট। শুক্রবারের আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৮ শতাংশ হওয়ায় ঘন কুয়াশা উত্তর ও দক্ষিণবঙ্গে। এই অবস্থা চলতে পারে আগামী দু-তিনদিন, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। কুয়াশা ঘেরা কলকাতা। হাল্কা শীতের আমেজ সরিয়ে ভোরে রাস্তায় পা রাখলেই চারদিকের দৃশ্যপট কুয়াশায় আবছা।
আলো জ্বালালেও ৪ ফুট দূরে কী আছে ঠাহর হয় না। একই অবস্থা জেলারও। দৃশ্যমানতা কমে যাওয়ায় বিঘ্নিত যান চলাচল। গত কয়েক দিনের মতো শুক্রবারও কুয়াশার দাপট ছিল রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলায় ছিল ঘন কুয়াশা। কয়েক জায়গায় দৃশ্যমানতা নেমে আসে ৫০ মিটারে। আগামী দু-একদিন কুয়াশার দাপট বজায় থাকার সম্ভাবনা।
কিন্তু কেন এত কুয়াশা? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জম্মু-কাশ্মীরে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। অন্যদিকে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৯৮ শতাংশ হওয়ায় এই কুয়াশার দাপট।
কুয়াশার সঙ্গে ছিল শীতের আমেজ। সারা সকাল ঘন কুয়াশা থাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে অনেকটা নীচে। এর জেরে অনুভূত হয়েছে শীত। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। । স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।