কলকাতা: দোরগোড়ায় হাজির শীত। দেরি করে সবর্য ওঠা আর কুয়াশার আবছায়া জানান দিচ্ছে শীতের খবর। উত্তুরে হাওয়ায় টের পাওয়া যাচ্ছে পারদ পতন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কয়েক দিন ধরে আকাশ মেঘলা থাকায়, ঊর্ধ্বমুখী ছিল তাপমাত্রা। মেঘ সরে যাওয়ায় আজ থেকে ফের পারদ পতনের সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাপমাত্রা নামবে শিগগিরিই। অতএব কনকনে শীকতের সঙ্গে মোলাকাত এখন শুধুই সময়ের অপেক্ষা।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। কলকাতার পাশাপাশি, জেলাতেও শীতের আমেজ। আগামী কয়েক দিন এই আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
Kolkaka Weather Update: জাঁকিয়ে শীতের আমেজ, আজ থেকে নামতে পারে তাপমাত্রা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Nov 2020 07:10 AM (IST)
ফের রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ। আজ থেকে পারদ নামার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী বেশ কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -