কলকাতা: একদিকে অপরাধ, অন্যদিকে মানবিকতার নজির। আনন্দপুরে চলন্ত গাড়িতে যুবতীর শ্লীলতাহানির ঘটনায় সহাবস্থান করছে এই দুই প্রবণতাই। আজ উদ্ধারকারী মহিলা নীলাঞ্জনার অস্ত্রোপচার সময়ের একটি ঘটনা ফের প্রমাণ দিল মনুষ্যত্বের। এবিপি আনন্দর 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে এসে নিজের এমনই অভিজ্ঞতা ভাগ করে নিলেন নীলাঞ্জনার স্বামী দীপ শতপথি।
শনিবার রাতে অপরিচিত তরুণীর চিৎকার শুনে গাড়ি থামিয়ে উদ্ধার করতে ছুটে গিয়েছিলেন নীলাঞ্জনা। অভিযুক্ত গাড়ির চালক সেই মুহূর্তে তরুণীকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। কিন্তু ততক্ষণে গাড়ির কাছাকাছি চলে এসেছিলেন নীলাঞ্জনা। চালক গাড়ি নিয়ে পালাতে গিয়ে ধাক্কা মারে তাঁকে। রাস্তায় ছিটকে পড়লে নীলাঞ্জনা পায়ের উপর দিয়েই গাড়ি চালিয়ে চম্পট দেয় অভিযুক্ত। পায়ে ও মাথায় আঘাত লাগে তাঁর।
আজ আনন্দপুরকাণ্ডে আক্রান্ত নীলাঞ্জনার পায়ে অস্ত্রোপচার হয়। হাসপাতালে অপরেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে তখন নীলাঞ্জনার স্বামী ও আত্মীয়রা। হঠাৎই দীপের কাছে এসে পৌঁছান এক বৃদ্ধ, হাতে কাগজ। দীপ প্রথমে ভেবেছিলেন, হয়ত সাহায্য চাইতে এসেছেন ওই বৃদ্ধ। কিন্তু হাতের কাগজটি পড়ে দেখতেই অবাক! কাগজটি একটি হাতে লেখা মানপত্র। এবিপি আনন্দকে দীপ বললেন,'কলেজ স্ট্রিটে একটি বইয়ের দোকানে কাজ করেন উনি। আমায় বললেন, বেলেঘাটা থেকে সাইকেল চালিয়ে আসছেন। স্ত্রী মারা গেছেন, নিজের বলতে বাড়িতে রয়েছে ছেলে। স্ট্রোক হয়ে কথা জড়িয়ে গিয়েছে। তাই নিজের হাতে লিখে এনেছেন মানপত্র। আজ আমার পাশে দাঁড়াবেন বলেই এখানে এসেছেন।'
শুধু কি তাই? দীপ বলছেন,' বৃদ্ধ বলেন, আমার কাছে কিছু বাড়তি টাকা আছে, তোমার প্রয়োজন হলে আমি তোমায় তা দিতে পারি। আর রক্তের প্রয়োজন হলে বলো, বাড়িতে আমার ছেলে আছে। আমি তাকে বলে এসেছি। রক্ত লাগলে ওকে পাঠিয়ে দেব। আমার চোখে জল এসে গিয়েছিল। ওনার নাম রবীন পাত্র।'
'এটাই তো পাগলামি। এই তো আমার মায়ার শহর, কলকাতা', দীপের গলায় আবেগ।
'কিছু বাড়তি টাকা আছে, রক্ত লাগলে ছেলেকে পাঠাব' পাশে দাঁড়াতে হাসপাতালে অসুস্থ বৃদ্ধ, চোখে জল নীলাঞ্জনার স্বামীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Sep 2020 10:24 PM (IST)
আজ আনন্দপুরকাণ্ডে আক্রান্ত নীলাঞ্জনার পায়ে অস্ত্রোপচার হয়। এবিপি আনন্দর 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে এসে নিজের এমনই অভিজ্ঞতা ভাগ করে নিলেন নীলাঞ্জনার স্বামী দীপ শতপথি।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -