ঋত্বিক মণ্ডল, কলকাতা; দিন দশেক পার হয়ে গিয়েছে। এখনও ওরা ঠাঁইনারা । ওদের চোখের সামনে স্পষ্ট ১৩ জানুয়ারি সন্ধের স্মৃতি। আগুনে সব পুড়ে যাওয়ার পর গৃহহীনদের কারো ঠাঁই হয়েছে মহিলা কলেজে, কারওবা এখনও রাস্তার অস্থায়ী আস্তানাই ভরসা ।
ওরা বাগবাজারের পুড়ে যাওয়া বস্তির মেয়েরা। বেশ ভালই বুঝতে পারছেন, জীবনটা আগের মতো করতে অনেক লম্বা লড়াই লড়তে হবে। সেই লড়াইয়ে মানসিক ভাবে শক্ত রাখতে এই মেয়েদের নিয়ে ক্যারাটে শিবির শুরু করল একটি সংস্থা । রবিবার শ্যামবাজারের দেশবন্ধু পার্কে ৫২ জন মেয়েকে নিয়ে শুরু হলো এই শিবিরের প্রথম প্রশিক্ষণ।
'জাপান ক্যারাটে ইন্ডিয়া' নামে একটি ক্যারাটে শিবির আয়োজক সংস্থা মেয়েদের বিনা খরচে মার্শাল-আর্টস প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । প্রথম দিন থেকেই আত্মবিশ্বাসে ব্যাপক সাড়া দিয়েছেন মেয়েরা, এমনটাই দাবি ক্যারাটে শিক্ষকের ।
সংস্থাটির সভাপতি তথা প্রশিক্ষক পরেশ কুমার মিশ্র জানান, " আমরা এই মেয়েদের নিয়ে অগ্নিকন্যা নামে একটা আত্মরক্ষার শিবির করছি। সেখানে ওদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে"।
প্রশিক্ষণের পর স্বভাবতই খুশি মেয়েরা। পরেশ বাবু বলেন, " দেখলাম এই ভয়াবহ আগুনে সবকিছু শেষ হয়ে যাওয়ার পরও মেয়ে গুলোর মধ্যে নিজের পায়ে দাঁড়ানোর প্রচেষ্টা একটুও কমেনি"।
বুধবার সন্ধ্যায় হাজার বস্তি নামে পরিচিত বাগবাজার এলাকার ওই বস্তিতে ভয়াবহ আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় অসংখ্য ঝুপড়ি। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের বাগবাজারের আকাশ লাল হয়ে যায়। নিমেষেই গঙ্গার ধারের সেই আগুন ছড়িয়ে পড়ে। এলাকার কারও আধার কার্ড, রেশন কার্ড, কোনও ছাত্র ছাত্রীর সার্টিফিকেট— এমনই নানা গুরুত্বপূর্ণ নথি ফেলে রেখে প্রাণের দায়ে ছুটে পালিয়ে আসতে হয়েছে ।
আপাতত ঠিক হয়েছে সপ্তাহে দুদিন করে এই মেয়েদের ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হবে। নিয়মিত প্রশিক্ষণ পেয়ে আড়াই বছরে মার্শাল আর্টসের ডিপ্লোমা কোর্স করার সুযোগ পাবেন এই মেয়েরা।
পরেশ কুমার মিশ্র ও তার অন্য প্রশিক্ষকরা গত ৩০ বছর ধরে শহরের নানা প্রান্তে এই ধরনের প্রশিক্ষণ শিবির চালাচ্ছেন। তাদের উপলব্ধি, " মেয়েরা আমাদের প্রায়ই বলেন আমরা ঘরেও সুরক্ষিত নই বাইরেও সুরক্ষিত নই"। সর্বশান্ত হয়েও ক্যারাটের প্রশিক্ষণ পেয়ে এই মেয়েরা শুধুমাত্র নিজেদের নিরাপত্তা দিতে পারব তাই নয়, পরিবারের কাছেও একটা সুরক্ষা হয়ে উঠবেন। এমনটাই আশা আয়োজকদের ।
প্রথমদিন ৫২ জন মেয়েদের নিয়ে শিবির শুরু হলেও, আগামী দিনগুলোতে আরও মেয়েরা শিবিরে যোগ দেবেন বলে কথা দিয়েছে বাগবাজার বস্তির মেয়েরাই ।
ঘর পুড়েছে, তবু চাঙ্গা মনোবল, ক্যারাটে শিবিরে বাগবাজারের মেয়েরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jan 2021 01:21 PM (IST)
সেই লড়াইয়ে মানসিক ভাবে শক্ত রাখতে এই মেয়েদের নিয়ে ক্যারাটে শিবির শুরু করল একটি সংস্থা ।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -