কলকাতা: পিছিয়ে গেল কলকাতা বইমেলা। ২০২১-এর ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি ৪৫-তম কলকাতা বইমেলা হওয়ার কথা ছিল। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের তরফে জানানো হয়েছে, কোভিড পরিস্থিতিতে কলকাতা বইমেলার উদ্বোধন পিছিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি অনুকূল হলে নতুন দিন ঘোষণা করা হবে।

তবে করোনা নিয়ে উদ্বেগের মধ্যেও আশার আলো নিয়ে এসেছে রবিবার। গত ৬ মাসে আজ দেশে একদিনে সবচেয়ে কম মানুষে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে আক্রান্তের সংখ্যা নামল ১৯ হাজারের নীচে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৭৩২ জন। শেষবার পয়লা জুলাই, একদিনে করোনা আক্রান্তর সংখ্যা ১৯ হাজারের নীচে ছিল (১৮,৬৫৩)। তবে আক্রান্তের সংখ্যা কমলেও একদিনে বেড়েছে মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রবিবারের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭৯ জনের। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী সংখ্যাটা ছিল ২৫১।

অন্যদিকে রাজ্যের স্বাস্থ্য দফতরের রবিবারের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায়, রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯ জনের। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা ৯ হাজার ৫৯৮। একদিনে আক্রান্ত হয়েছেন, ১ হাজার ৪৩৫ জন। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৪০ জন। সুস্থতার হার ৯৫.৭৩ শতাংশ।

করোনার কবল থেকে কবে রেহাই মিলবে, তা এখনও হলফ করে বলতে পারছেন না কেউ। এই পরিস্থিতিতে উত্তরাখণ্ড সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ২০২১-এ সাড়ে ৩ মাসের বদলে কুম্ভ মেলা চলবে ৪৮ দিন।