কলকাতা: চলন্ত অ্যাপ ক্যাবে ব্যবসায়ীকে অপহরণ, চোখ বেঁধে এটিএম কার্ড হাতিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ সহযাত্রীদের বিরুদ্ধে। ক্যাব চালক সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


ঘটনাটি ঘটে ২৪ ডিসেম্বর রাতে। আগরতলার বাসিন্দা ওই ব্যবসায়ীর কলকাতায় গেস্ট হাউস রয়েছে। এর পাশাপাশি, তিনি কসবার একটি পানশালার ব্যান্ডের মালিক।


তাঁর অভিযোগ, ২৪ তারিখ গভীর রাতে পানশালার সামনে থেকে শেয়ার অ্যাপ ক্যাবে ওঠার পর, তাঁকে পিছনের আসনে মাঝখানে বসতে অনুরোধ করা হয়।


কিছুক্ষণের মধ্যেই মারধর করে, চোখ বেঁধে কেড়ে নেওয়া হয় নগদ ২৫ হাজার টাকা ও সোনার হার। এরপর এটিএম কার্ড কেড়ে নিয়ে তুলে নেওয়া হয় আরও ৪০ হাজার টাকা।


ওই ব্যবসায়ীকে ইএম বাইপাসের ঢালাই ব্রিজের কাছে অ্যাপ ক্যাব থেকে নামিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটি কোন পথে গিয়েছিল, তার রুট স্কেচ করেছে পুলিশ।


এই প্রথম নয়। এর আগেও অ্যাপ-ক্যাব ঘিরে একাধিক অভিযোগ উঠেছে। গতমাসের মাঝামাঝি মহিলা যাত্রীর টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় অ্যাপ ক্যাব চালককে। ১৫ তারিখ ঘটনাটি ঘটে রিজেন্ট পার্ক থানা এলাকায়।


চাঁদনি চক থেকে অ্যাপ ক্যাবে ওঠেন মহিলা যাত্রী। তাঁর দাবি, রাসবিহারী মোড়ের কাছে নেমে এটিএম থেকে ১০ হাজার টাকা তোলেন। অভিযোগ, গন্তব্যে পৌঁছে পিছন থেকে মালপত্র নামানোর ফাঁকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেন ক্যাব চালক। পরে পুলিশের তৎপরতায় এম আর বাঙুর হাসপাতালের কাছ থেকে গ্রেফতার হয় অভিযুক্ত। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে খোয়া যাওয়া ব্যাগ।


এর আগে গত অগাস্ট মাসে চলন্ত ক্যাবে দুই সিরিয়াল অভিনেত্রীকেও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ঘটনা ঘটে যতীন বাগচী রোড ও সাদার্ন অ্যাভিনিউ ক্রসিংয়ে। রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করা হয়।


পরে অভিযুক্ত ক্যাব চালককে গ্রেফতার করে পুলিশ।