কলকাতা: ‘হতাশাতেও আশা আছে/পুজো এবার এল কাছে...’, বেলেঘাটা ৩৩ পল্লীবাসী বৃন্দের এবারের মন্ত্র এটাই। আনলক টু-এর প্রথম দিনেই কলকাতায় শুরু হয়ে গেল পুজোর প্রস্তুতি। সৌজন্যে বেলেঘাটা ৩৩ পল্লী। প্রথা মেনেই উল্টো রথের রশিতে টান পড়ার সঙ্গে সঙ্গেই হয়ে গেল শারদোৎসবের খুঁটি পুজো। পুজোর বাজেটে ২০ লক্ষ টাকা কাটছাঁট করা হয়েছে, তবে আড়ম্বরে কোনও ঘাটতি থাকবে না বলেই জানিয়েছে  ৩৩ পল্লী পুজো কমিটি।



খুঁটি পুজোর অনুষ্ঠানে ঋদ্ধি সেন, বিদীপ্তা চক্রবর্তী এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত।

এদিন ৩৩ পল্লীর খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন বিধায়ক তথা এই পুজোর পৃষ্ঠপোষক পরেশ পাল। সামিল হয়েছিলেন অভিনেতা ঋদ্ধি সেন, অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী এবং সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তও। করোনাকালে ৩৩ পল্লীর পুজো নিয়ে পরেশ পাল বলেন, “মানুষের সেবা করলেই মায়ের সেবা হয়। ওঁরা তাই করে।” পুজোর বহর কি কমছে? তৃণমূল বিধায়কের সোজাসাপটা উত্তর, “পুজোর আবার বড়, ছোট কী? যেমন হয়, তেমনই হবে। সামাজিক দূরত্ববিধি ও স্বাস্থ্য সুরক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।” উল্লেখ্য, বুধবার খুঁটি পুজোর সঙ্গে সঙ্গে রক্তদান শিবিরেরও আয়োজন করেছে বেলেঘাটা ৩৩ পল্লী।


উদ্যোক্তারা আশাবাদী, কোভিড-কে তাড়িয়ে দিয়েই ‘মা দুর্গার আগমন হবে’। বিগত কয়েক বছর ধরে যেমন কার্নিভাল হয়েছে, এবারও তাই হবে। উদ্যোক্তদের কথায়, ‘দুর্গা পুজো হবে এবং মানুষ এবারও লাইন দিয়েই ঠাকুর দেখবে’।