কলকাতা: ১৪ সেপ্টেম্বর থেকে চালু হওয়ার কথা কলকাতা মেট্রোর। তার আগে যাত্রীদের জন্য নির্দেশিকা জারি মেট্রো রেল কর্তৃপক্ষের। নির্দেশিকায় বলা হয়েছে, যাত্রীদের দাঁড়াতে স্টেশনে ৬ ফুট অন্তর জায়গা চিহ্নিত করা হয়েছে। স্টেশনে যাত্রীদের ঢোকা-বেরনোর জন্য থাকছে ২টি দরজা। স্টেশনের বাইরে মোতায়েন থাকবে আরপিএফ-কলকাতা পুলিশ। স্মার্টকার্ড ছাড়া মেট্রোয় ওঠা যাবে না, থাকছে না টোকেন। স্টেশন চত্বরে ঢুকতে গেলে ই-পাস নিতে হবে। পথদিশা ডট কম/মেট্রো থেকে নিতে হবে ই-পাস। স্টেশনে কাউন্টার খোলা থাকবে।কাউন্টারে নতুন স্মার্ট কার্ড ও পুরনো স্মার্ট কার্ড রিচার্জ করা যাবে। প্রতি স্টেশনে ট্রেনের দাঁড়ানোর সময় ২০ সেকেন্ড থেকে বাড়িয়ে করা হচ্ছে ৩০ সেকেন্ড।যাত্রীদের মাস্ক বাধ্যতামূলক, করা হবে থার্মাল চেকিং। কনটেনমেন্ট জোনের স্টেশনে থামবে না ট্রেন।
রবিবার চলবে না মেট্রো। সকাল ৮ থেকে রাত ৮ পর্যন্ত চলবে মেট্রো।দুদিকের প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো সন্ধে ৭টায়।
১৪ সেপ্টেম্বর চালু হওয়ার কথা পরিষেবা, তার আগে যাত্রীদের জন্য নির্দেশিকা জারি মেট্রো রেল কর্তৃপক্ষের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Sep 2020 07:20 PM (IST)
নির্দেশিকায় বলা হয়েছে, যাত্রীদের দাঁড়াতে স্টেশনে ৬ ফুট অন্তর জায়গা চিহ্নিত করা হয়েছে। স্টেশনে যাত্রীদের ঢোকা-বেরনোর জন্য ২টি দরজা।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -