: দেশের বিকৃত ম্যাপ পোস্ট করে বিতর্কে কলকাতা পুরসভা। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তা জানিয়ে ফেসবুক পোস্ট করে পুরসভা। সেই পোস্টে যে ম্যাপ দেখানো হয়, তাতে ছিল না পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও চিন অধিকৃত আকসাই চিন। এই বিকৃত ম্যাপ পোস্টের পরই তীব্র বিতর্ক শুরু হয়। বিতর্কের মুখে পোস্টটি সরিয়ে নেয় কলকাতা পুরসভা।

এ বিষয়ে মেয়র ফিরহাদ হাকিমের দাবি, পুরসভা ও তাঁর ভাবমূর্তি নষ্ট করতেই চক্রান্ত করা হয়েছে। পুর কমিশনারকে এফআইআরের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে বিষয়টি।