কলকাতা: শনিবার সকাল ১০টার পর থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ পানীয় জল সরবরাহ। গার্ডেনরিচ জল প্রকল্পে মেরামতির কাজের জন্য বন্ধ থাকবে জল সরবরাহ পরিষেবা।
এর ফলে রবিবার সকাল ১০টার পর কালীঘাট, রানিকুঠি, বাঁশদ্রোণী, গড়ফা, চেতলা, বেহালা, সিরিটি, সেনপল্লির বুস্টার পাম্পিং স্টেশন থেকে জল সরবরাহ বন্ধ থাকবে।
রবিবার সকাল থেকে ফের স্বাভাবিক হবে জল সরবরাহ। ফলে দক্ষিণ কলকাতা, গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, মহেশতলা, বজবজ সহ একাধিক এলাকায় জল সরবরাহ পরিষেবা ব্যাহত হবে।
এর আগে, গতমাসে টালা টাঙ্কের পাইপ মেরামতির জন্য উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার একাংশে বন্ধ ছিল জল সরবরাহ। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
আগে থেকে জানিয়ে কেন জল সরবরাহ বন্ধ করা হল না? প্রশ্ন তোলে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বহু জায়গায় কাজ হয়। আগে থেকে জানিয়ে মেরামতির কাজ হলে মানুষের দুর্ভোগ হত না।
জরুরি ভিত্তিতে কাজ চলছে, আগামীকাল সকালের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে দাবি করেন ফিরহাদ হাকিম। বলেন, ১২ ঘণ্টার মধ্যে সব ঠিক হয়ে যাবে। কাজ দ্রুত গতিতে চলছে। কাল সকালে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।