সাধারণ ধর্মঘটে সচল শহর, তবে রাস্তায় লোক কম
ABP Ananda, web desk | 02 Sep 2016 01:52 AM (IST)
কলকাতা: দেশজুড়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটে সচল শহর। যান চলাচল স্বাভাবিক। ধর্মঘট মোকাবিলায় শহরজুড়ে কড়া পুলিশি নিরাপত্তা। কলকাতা বিমানবন্দরে উড়ান পরিষেবা স্বাভাবিক। নির্দিষ্ট সময়েই চলছে ট্রেন। সকাল থেকেই রাস্তায় নেমেছে পর্যাপ্ত সংখ্যায় বাস, অটো, ট্যাক্সি। কলকাতাজুড়ে ৩৫৭টি পুলিশ পিকেট রয়েছে। রেল স্টেশন, বাস ও ট্রাম ডিপো, মেট্রো স্টেশন, ফেরিঘাটেও রয়েছে আলাদা পুলিশ পিকেট। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় রয়েছেন পুলিশের পদস্থ অফিসাররা। চলছে পুলিশি টহলদারি। ধর্মঘট মোকাবিলায় রাস্তায় রয়েছে কলকাতা পুলিশের স্পেশ্যাল টিম।