কলকাতা: কলকাতার পার্কস্ট্রিটের এক নামী রেস্তোরাঁ এক ক্রেতাকে খাবার দিতে অস্বীকার করল বলে অভিযোগ। নিজের গাড়ির চালককে নিয়ে রেস্তোরাঁ মোকাম্বোয় খেতে গিয়েছিলেন ভিন্‌ রাজ্যের বাসিন্দা দিলাশি হেমনানি। কয়েকদিন আগে কলকাতায় এসেছিলেন। ফিরে যাওয়ার আগেই দিন পার্কস্ট্রিট এলাকার ওই রেস্তোরাঁয় খেতে যান তিনি। কিন্তু, রেস্তোরাঁয় ঢোকার জন্য গাড়িচালকের পোশাক ‘উপযুক্ত’ নয় বলে জানিয়ে দরজা থেকেই তাঁদের অপমান করে ফিরিয়ে দেয় মোকাম্বোর কর্মীরা। বাড়ি ফিরে ফেসবুকে নিজের অভিজ্ঞতার কথা লেখেন দিলাশি। শনিবার রাতে ওই পোস্ট করেন তিনি। এরপর থেকেই ওই রেস্তোরাঁর ফেসবুক ওয়ালে সমালোচনার ঝড় আছড়ে পড়ছে। রেস্তোরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে গিয়েছেন ফেসবুক গ্রাহকরা। রেস্তোরাঁ বয়কটের ডাকও দেওয়া হচ্ছে।

দিলাশি লেখেন,  কলকাতায় এক সপ্তাহ ছিলাম। ড্রাইভার মণীশ ভাইয়া দারুণ কাজ করেছেন আমার জন্য। গতকাল দুপুরেও আমার জন্য লাঞ্চ করা হয়নি ওঁর। খুব খারাপ লাগছিল আমার। তাই ঠিক করি রাতে ওঁকে নিয়ে ডিনারে যাব।

কিন্তু গাড়ির চালককের পোশাক মানানসই নয় জানিয়ে তাঁকে খাবার দেওয়া হয়নি বলে অভিযোগ দিলাশির।

 

তবে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, মোকাম্বো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরাও মেনে নিয়েছেন এই অভিযোগ। তাদের দাবি, ‘‘ওর পোশাক নোংরা ছিল। অন্য কাস্টমাররা আপত্তি করতে পারতেন। তাই আমরা ঢুকতে দিইনি।’’