কালীপুজোর সকালেই মর্মান্তিক দুর্ঘটনা, তেলের ট্যাঙ্কার পিষে দিল মহিলাকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Nov 2020 12:11 PM (IST)
ডায়মন্ড হারবার রোড থেকে জাজেস কোর্ট রোডে ঢোকার সময় ওই মহিলাকে ধাক্কা মারে ট্যাঙ্কারটি।
কলকাতা: কালীপুজোর সকালেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল শহরে। মোমিনপুরের মোড়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারান। মধ্যবয়সী ওই মহিলা রাস্তা পের হওয়ার সময়ই তেলের ট্যাঙ্কার এসে ওই মহিলাকে পিষে দেয়। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় ওই মহিলার। সকাল সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনা ঘটে। ডায়মন্ড হারবার রোড থেকে জাজেস কোর্ট রোডে ঢোকার সময় ওই মহিলাকে ধাক্কা মারে ট্যাঙ্কারটি। ঘটনাস্থলে পৌঁছায় সাউথ ওয়েস্ট ট্রাফিক গার্ডের পুলিশ। আলিপুর ও ইকবালপুর থানার পুলিশও ঘটনাস্থলে আসে। গাড়িটি আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ট্যাঙ্কার চালককে।