শ্যামবাজারে বিকল এসি রেক, সাতসকালে ঘণ্টাদুয়েক ব্যাহত মেট্রো পরিষেবা
ABP Ananda, web desk | 10 Feb 2017 10:40 AM (IST)
কলকাতা: শ্যামবাজারে বিকল এসি মেট্রোর রেক। ঘণ্টাদুয়েক দমদম-গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকে। অফিস টাইমে চূড়ান্ত দুর্ভোগে যাত্রীরা। সকাল ৮টা ৩৬ মিনিটে শ্যামবাজার স্টেশনে নিউ গড়িয়াগামী এসি মেট্রোর রেক বিকল হয়ে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান। প্রায় ঘণ্টাদুয়েক ধরে এই অবস্থা চলে। সকাল সাড়ে দশটা নাগাদ বিকল রেক সরালে পরিস্থিতি ক্রমে স্বাভাবিক হয়। শুরু হয় মেট্রো চলাচল।